গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল নিয়ে আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন। সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ শ্লোগানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। তাদের হাতে ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। বিক্ষোভ মিছিল চলাকালে সদর বাজার এলাকায় জনসমাগম বেড়ে যায় এবং পুরো বাজার এলাকা লোকারণ্য হয়ে ওঠে।
বিক্ষোভ মিছিল শেষে আলফাডাঙ্গা বাজারের চৌরাস্তায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা কওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসানুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত যুব মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন ও তরুণ সমাজসেবক হাদী ইবনে জালাল।
বক্তারা বলেন, রমজান মাসে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে বিশ্ব শান্তির প্রতি হুমকি সৃষ্টি করেছে। নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ।
তারা আরও বলেন, শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?






