গাজায় গণহত্যার প্রতিবাদে নগরকান্দায় মিছিল-সমাবেশ

ফরিদপুরের নগরকান্দায় গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে তোহিদি জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরকান্দা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা পেট্রোল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন শত শত মুসল্লি, স্থানীয় সচেতন নাগরিক ও তরুণ সমাজ। তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে “ইসরায়েল নিপাত যাক”, “ফিলিস্তিন মুক্ত হোক”, “ইসরায়েলি পণ্য বর্জন কর”, “গাজায় গণহত্যা বন্ধ কর”—ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে তোহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন শওকত আলী শরীফ। তিনি বলেন, “আমরা যদি ইসরায়েলি পণ্য বর্জন করি, তাহলে তারা আমাদের টাকায় আর গাজায় বোমা ফেলতে পারবে না। আমার টাকায় যেন শিশু হত্যা না হয়—এই দায়িত্ববোধ থেকেই সবাইকে পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।”
এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা এসমত আলী কাসেমী, মাওলানা লিয়াকত আলী সাহেবসহ স্থানীয় আলেম ও বিশিষ্টজনেরা। তারা বলেন, “গাজায় যা ঘটছে, তা শুধু রাজনৈতিক সংকট নয়, এটি মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। মুসলিম উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব হলো প্রতিবাদ করা এবং যেকোনোভাবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো।”
বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
What's Your Reaction?






