গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 9, 2025 - 22:10
 0  2
গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানববন্ধন

গাজায় চলমান ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিদপুর জেলা ও মহানগর শাখা।

বুধবার (৯ এপ্রিল) বিকেল পাঁচটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নিতাই বায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট স্বাধীন সরকার।

বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর লিখন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সমীর সাহা, ব্যবসায়ী মো. ইমরান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা নিজামুল মল্লিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব সুব্রত রবিদাস, মহানগর কমিটির আহ্বায়ক ননীগোপাল বিশ্বাস, গৌরী বিশ্বাস, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুজল বিশ্বাস ও অয়ন সাহা, মহানগরের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় রায় ও সুব্রত রায়।

বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে মানবতা বিরোধী গণহত্যা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা বলেন, “ইসরায়েলি বাহিনী বিনা বিচারে নারী, শিশু ও বৃদ্ধদের হত্যার মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে। যারা এই বর্বরতাকে সমর্থন করে, তারা মানবতার শত্রু।”

বক্তারা অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান এবং জাতিসংঘ ও বিশ্বনেতাদের সম্মিলিতভাবে গাজায় চলমান গণহত্যা থামাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, “আমরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মানবতার দিক বিবেচনায় রাজপথে নেমেছি। আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছে।”

মানববন্ধন থেকে বক্তারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধকরণের দাবি জানান এবং সাধারণ মানুষকে এইসব পণ্য বয়কটের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow