গাজায় হামলার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে আছরের নামাজের পর উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা এ কর্মসূচির আয়োজন করেন।
স্থানীয় স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয় বিশাল এই বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন হাজার হাজার মানুষ, যারা ফিলিস্তিনের মুক্তি ও বিশ্ব বিবেকের জাগরণের আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর সঞ্চালনায় ও সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ দেলোয়ার হোসেন, যুবনেতা আবু বকর সিদ্দিকী, জুনায়েদ আল-হাবীব, সাইফুল ইসলাম সোহাগ ও ছাত্র প্রতিনিধি সাইফুল আদনান প্রমুখ।
সমাবেশে আরবী ভাষায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মিশরের আল-আজহার ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ আজহারী। তিনি মুসলিম বিশ্বসহ সকল মানবতাবাদী শক্তিকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘আমি কে, তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’—এমন নানা স্লোগানে মুখর ছিল অংশগ্রহণকারীরা।
What's Your Reaction?






