গাজায় হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার (২১ মার্চ) জুমা নামাজের পর উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি জনগণের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ করতে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাঁদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, গাজায় নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরোচিত হামলা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে ব্যথিত করছে। আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে ইসরায়েলের নির্মম আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি করছি। একই সঙ্গে আমাদের সরকারকে আহ্বান জানাই, যেন শুধু নিন্দা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিষয়টি বিশ্ব দরবারে আরও জোরালোভাবে উপস্থাপন করা হয়।
এ সময় দরগা গট্টি মাজার শরিফের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান, গট্টি জামে মসজিদের ইমাম মাওলানা উবাইদুর রহমান, বাগাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোহাগ, ছাত্রনেতা মো. শাহিন খাঁ, মো. বাহাউদ্দিন খন্দকারসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
What's Your Reaction?






