গাজায় হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের সালথা উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সালথা উপজেলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সালথা সদর বাজার প্রদক্ষিণ করে লাভ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের অবিলম্বে কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। বক্তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বসহ সকল শান্তিকামী মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, গাজায় নারী, শিশু, স্কুল, হাসপাতালসহ বেসামরিক আশ্রয়কেন্দ্রে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অমানবিক ধ্বংসযজ্ঞ সারা বিশ্বের বিবেকবান মানুষকে ব্যথিত করছে এবং এটি মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।
তারা বলেন, “আমাদের সরকারকে শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে, এই বিষয়টি বিশ্ব ফোরামে জোরালোভাবে উপস্থাপন করতে হবে।”
বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম সাইখুল হাদিস আল্লামা আকরাম আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারি মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সালথা উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সালথা উপজেলা সভাপতি মো. জিয়াউর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, যুবদল নেতা মিরান হোসেন প্রমুখ।
What's Your Reaction?






