গাজীপুরে কাফনের কাপড় পড়ে ৪৮ পরিবারের মানববন্ধন 

আরিফা হক, গাজীপুর জেলা প্রতিনিধি
Nov 18, 2024 - 20:15
 0  5
গাজীপুরে কাফনের কাপড় পড়ে ৪৮ পরিবারের মানববন্ধন 

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টার দিকে বিচারাধীন মামলার জমি প্রতিপক্ষের নামে নামজারি করার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মানববন্ধন করে ৭২ ঘন্টার মধ্যে প্রতিকার চেয়ে আল্টিমেটাম দিয়েছে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার। গাজীপুর টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপিও তারা জমা দেন।
৪৮ পরিবার সূত্রে জানা যায়- টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও কাশিমপুর ভূমি অফিসের তহসিলদাররা ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের বিচারাধীন মামলার ১৫০ শতক জমি বেআইনিভাবে নাম জারি ও জমাভাগ করেন। ভুক্তভোগীরা তহসিল অফিসে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে অফিস থেকে বের করে দেয়। অথচ তহসিল অফিস অন্যায়ভাবে তাদের প্রতিপক্ষের নামে তাদের জমি খারিজ দিয়ে দেয়। এই বিষয়ে আন্দলনকারীরা বিভিন্ন জায়গায় প্রতিকার চেয়ে না পেয়ে বাধ্যহয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বলে জানান। মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ৭২ ঘন্টার মধ্যে প্রতিকার দাবী করেন।
মানববন্ধন শেষে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এর কাছে সরাসরি গিয়ে স্মারক লিপি প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow