গাজীপুরে জাল টাকাসহ দুইজন গ্রেফতার
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর এলাকা থেকে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-মো: শিবলু (৩৯), পিতা-রুহুল আমিন, সাং-পক্ষিয়া, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা ও মো: রাকিবুল হাসান (২৭), পিতা-মো: মোমিন মিয়া, সাং-ছয়গ্রাম, থানা-বুড়িচং, জেলা: কুমিল্লা। রবিবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তি জানতে পারে যে, গাছা থানাধীন খাইলকুর সাকিনস্থ বটতলা মোড় মাজার সংলগ্ন জনৈকা জিনির মালিকানাধীন ৬ তলা বাড়ীর ৪র্থ তলার দক্ষিণ পশ্চিম কোনের ১২নং ফ্ল্যাটের ভিতর জাল টাকার নোট ক্রয় বিক্রয়ের জন্য একদল দুষ্কৃতিকারী অবস্থান করতেছে। পরে এসআই (নি:) মো: সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের ভিতর ধৃত আসামি মো: শিবলু (৩৯) ও মো: রাকিবুল হাসান (২৭) কে গ্রেফতার করা হয়।
এ সময় তার কক্ষের তোষকের নিচে একটি শপিং ব্যাগের ভিতর থেকে ৫০০টাকার মূল্য মানের মোট ৭৮৪টি জাল নোট উদ্ধার করা হয়। মোট ৩, ৯২,০০০ টাকা এবং ১০০০ টাকা মূল্য মানের ২৫টি মোট ১০০টি কথিত জাল নোট, মোট ১,০০,০০০ এক লক্ষ টাকা সর্বমোট ৪, ৯২,০০০ হাজার জাল টাকা উদ্ধার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তারা জানায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজার, গরুর হাটে ছড়িয়ে দিবে। এছাড়াও মো: শিবলু দীর্ঘদিন যাবত গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করে আসছে। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় তাদের সাথে ৩/৪জন জড়িত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-১৮।
What's Your Reaction?