গাজীপুরে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
গাজীপুরে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা। শনিবার দুপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘মেলার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং তাদের উৎপাদন প্রতিভাকে বিকশিত করা। পড়াশোনার পাশাপাশি তারা সায়েন্স প্রজেক্ট তৈরি করার মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের যে আগ্রহ তৈরি হয়। এর মাধ্যমে ভবিষ্যতে তারা বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ৪র্থ শিল্প বিপ্লবের জন্য তারা যদি নিজেদের তৈরি করতে চায় তবে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা তাদের সহায়ক হবে।’
অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
এর আগে জেলা প্রশাসক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি মেলা উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এতে বিজ্ঞানের নানা বিষয়ে ৩০টি স্টল বসেছে।
What's Your Reaction?