গাজীপুরে নারী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে গরু জবাইকে কেন্দ্র করে মসজিদের ইমাম কে লাঞ্চিত করার সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদার ও তার সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার আয়োজনে শুক্রবার বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন- সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা কেন জবাব চাই, অনতিবিলম্বে ভাংগাহাটি বায়তুল নূর মসজিদের সভাপতি হামলাকারী কফিল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
What's Your Reaction?