গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
গাজীপুর জেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন করেছে। এ উপলক্ষে বাংলা নববর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পত্নী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া খান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে এ উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের তত্ত্বাবধানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও শিল্পী, লেখক, সাহিত্যিক, কবি বৃন্দ
বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জয়দেবপুর রেলগেট ঘুরে এসে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রবেশ করে। এরপর ভাওয়াল রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। গাজীপুর শিল্পকলার প্রশিক্ষকদের পরিচালনায় সংগীত ও নৃত্য পরিবেশন করে প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দ।
সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
What's Your Reaction?