গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) নামে এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৩ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শ্রমিকদের দাবি, জান্নাতুল ফেরদৌস তামান্নার শিশু সন্তান অসুস্থ থাকায় তিনি আগের রাতে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। তবে ছুটি না পাওয়ায় তিনি পরিচয়পত্র রেখে বাড়ি চলে যান। ভোরে কাজে ফেরার পথে এক অটোরিকশা ও ট্রাকের চাপায় তিনি প্রাণ হারান।
এই ঘটনার প্রতিবাদে সকাল ৮টা থেকে সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, "সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
What's Your Reaction?






