গাবতলী পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে পাকিস্তানি দুটি উট

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকা
Jun 15, 2024 - 20:43
 0  9
গাবতলী পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে পাকিস্তানি দুটি উট

কোরবানির বিক্রির উদ্দেশ্যে গাবতলী পশুর হাটে পাকিস্তানি দুটি উট তোলা হয়েছে। উট দুটি দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ আসছেন কেনার জন্য, আবার কেউ আসছেন দেখার জন্য, অনেকে আবার দরদাম করে চলে যাচ্ছে। 

বিক্রেতা একটি উটের দাম হাঁকাচ্ছেন ২৮ লাখ, আরেকটি ২৬ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান- নিয়মিত এ হাটে গরু, মহিষ, ছাগল ও দুব্বা বিক্রি হচ্ছে  এবার বিক্রির জন্য পাকিস্তান থেকে ২ টি উট নিয়ে আসা হয়েছে। উট বিক্রেতা বলেন, একটির দাম ২৮ আর একটি ২৬ লাখ চেয়েছি। দুটি উটই জাহাজে করে পাকিস্তান থেকে নিয়ে এসেছি। আমি কিনেছি কুরবানির ইদে বিক্রি করব বলে। দেখা যাক, শেষমেশ কখন আর কার কাছে বিক্রি করতে পারি।

তিনি বলেন, ২১ লাখ পর্যন্ত একটির দাম উঠেছে। 
অনেক মানুষ উটের সঙ্গে ছবি ও ফেলফি তুলছে। গাবতলী পশুর হাটের এবারের আকর্ষণ হলো পাকিস্তানী উট দুটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow