গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি মো. হামিদুল ইসলাম (২৮)।
রবিবার (২৩ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মো. শামসুল হকের ছেলে। তিনি মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। কলেজ ছাত্রলীগে থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের মারধর, জোরপূর্বক ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করানো, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের মাধ্যমে গভীর রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






