গৃহবধূ হত্যাকাণ্ড, স্বামী গ্রেফতার, তদন্তে নতুন মোড়

মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট
Mar 11, 2025 - 16:49
 0  4
গৃহবধূ হত্যাকাণ্ড, স্বামী গ্রেফতার, তদন্তে নতুন মোড়

লালমনিরহাটে গৃহবধু হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম. ফজলুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৮ মার্চ) নিহত হাসিনার সতীন মেহেরুন বেগম (৫৪) কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলাম (৫৯) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক। নিহত হাসিনা বেগম (৪৪) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলীর মেয়ে। প্রায় ২৪-২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ভুট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার সকালে তার পরিচয় নিশ্চিত করা হয়। একই দিন দুপুরে পুলিশ আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে।

নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর সীমান্ত এলাকার একটি তামাকখেত থেকে হাসিনার মাথা উদ্ধার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পর তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানার চেষ্টা চলছে।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় জনগণ হতবাক ও ক্ষুব্ধ। আশা করা যায়, দ্রুত তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow