গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ 

পুলক সরকার, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Feb 20, 2024 - 19:40
 0  12
গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ 

কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে  বিষ প্রয়োগে গৃহবধূ  অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান এবং মঙ্গলবার ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর খবরে তার স্বামীর বাড়ির সকলে পলাতক রয়েছেন। 

নিহত হয়েছেন শিলাইদহ ইউনিয়ন এর কোমরকান্দি গ্রামের আব্দুর রশিদের পালিত কন্যা (বোনের মেয়ে) শারমিন (২৫)।

আব্দুর রশিদ জানান, তিনি ছোটকালে তার  বোনের মেয়েকে বাড়িতে লালন পালন করেন । এবং ৬ বছর আগে কয়া ইউনিয়ন এর স্কুলপাড়ার বাবুল হোসেনের ছেলে রাব্বির সাথে মোটরসাইকেল ও বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে  দিয়ে বিয়ে দেন। তার ভাগ্নীর দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রাব্বি যৌতুকের দাবীতে শারমিনকে মারপিট করতো। এবং এক পর্যায়ে শারমিন টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে দুই মাস আগে রাব্বি দ্বিতীয় বিয়ে এবং চলতি মাসের ১৪ তারিখে দ্বিতীয় বউকে বাড়িতে নিয়ে আসে। এবং ১৬ তারিখে ফোনে রাব্বি তাকে জানায় শারমিন অসুস্থ। তিনি শারমিনের অসুস্থতার সংবাদে ঘটনাস্থলে গিয়ে অবস্থা আশংকাজনক দেখে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। এবং সোমবার বিকেলে শারমিন মারা যান। তার সুস্থ ভাগ্নী শারমিনকে  রাব্বি ও তার পরিবারের লোকজন বিষ প্রয়োগে হত্যা করেছে বলে দাবী করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, বিষপানে গৃহবধূর  মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow