গোয়ালঘরে আগুনে গরু-খাসি-হাঁস পুড়ে ছাই, আহত গৃহকর্তা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরু, দুটি খাসি এবং ২৫টি হাঁস পুড়ে মারা গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোয়ালঘরের মালিক নুর ইসলাম শেখ। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নুর ইসলাম শেখের গোয়ালঘরে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি করে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়ালঘরসহ এর ভেতরে থাকা গরু-খাসি-হাঁস পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোচালা বসতঘরেও। ঘরে ঘুমন্ত সন্তানদের রক্ষা করতে গিয়ে আগুনের তাপে গুরুতর আহত হন নুর ইসলাম শেখ। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুর ইসলাম শেখ জানান, পুড়ে মারা যাওয়া গরুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা এবং গোয়ালঘরসহ অন্যান্য প্রাণীর ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় সহায়তা দেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
What's Your Reaction?






