গ্রামবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামে গ্রামবাসীর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি নান্দনিক মসজিদ। প্রতিদিন এখানে প্রায় ৩০০-৪০০ মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ৮৮ ফুট দৈর্ঘ্য ও ৬৮ ফুট প্রস্থের এই মসজিদে শুক্রবারের জুমা ও রমজানের তারাবির নামাজে উপচে পড়া ভিড় দেখা যায়।
মসজিদ সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে ১৯৬৫ সালে গ্রামে কোনো মসজিদ না থাকায় গ্রামবাসীরা মাটির দেয়াল দিয়ে ‘খিরাতলা বাইতুল মুয়াজ্জম জামে মসজিদ’ প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় প্রথমে এটি পাকা করা হয়। পরে জায়গার সংকট ও আধুনিকতার কথা বিবেচনা করে ২০১০ সালে গ্রামবাসীরা মসজিদটির আধুনিকায়নের সিদ্ধান্ত নেন। স্থানীয় বিত্তবান, প্রবাসী ও সাধারণ মানুষের অনুদানে প্রায় কোটি টাকা ব্যয়ে মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়। বর্তমানে এটি শুধু ইবাদতের স্থানই নয়, দূরদূরান্তের মানুষও মসজিদটি দেখতে আসেন এবং ছবি তোলেন।
স্থানীয় মুসল্লিরা জানান, গ্রামের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের কারণে মসজিদটি পরিচালনা করা সহজ হয়েছে। প্রতিদিন তিন শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন, যা তাদের জন্য ঈদের দিনের আনন্দের মতো অনুভূতি সৃষ্টি করে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, "আমাদের গ্রামে তিন হাজারের বেশি মানুষ বসবাস করে। সবাই মসজিদে নিঃস্বার্থভাবে দান করেন, কেউ আলাদা মসজিদ করার চিন্তা করেন না। ফলে আশপাশের যেকোনো মসজিদের তুলনায় আমাদের মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বেশি।"
মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "আমি ১৮ বছর ধরে এই মসজিদে ইমামতি করছি। খিরাতলা গ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে। এখানে প্রতি ওয়াক্তে প্রায় ৩৫০-৪০০ মুসল্লি নামাজ আদায় করেন। সবার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে ভালো লাগে।"
What's Your Reaction?






