ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় রাত থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে 

জেলা প্রতিনিধি, ঢাকা
May 27, 2024 - 16:48
May 27, 2024 - 16:48
 0  14
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় রাত থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে 

ঘূর্নিঝড় রেমালের প্রভাবে রবিবার দিবাগত রাত থেকে সোমবার (২৭ মে) দিনভর ঢাকায় দমকা হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঢাকার মিরপুরের এলাকা ঘুরে দেখা গেছে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। অফিসগামী মানুষের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। সাধারণ কর্মজীবী মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না, কর্মহীন হয়ে পড়ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ পোহাচ্ছে অবর্ননীয় দুর্ভোগ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে-দেশের দক্ষিণঅঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের কারনে ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। অফিসগামীরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা, কেউবা রেইনকোট পরিধান করে বের হয়েছেন। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম। কিছু কিছু রাস্তায় পানি জমে আছে যার কারণে গাড়ি চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow