চট্টগ্রামে জমে উঠেছে ঈদের বাজার
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের বাজার। আজ ৫ এপ্রিল রমজান মাসের শেষ শুক্রবার হওয়াতে নগরীর শপিং কমপ্লেক্স গুলোতে ক্রেতাদের চাপ বেড়ে যায় সকাল থেকেই। সরেজমিন পরিদর্শন কালে দেখা যায় নগরীর সানমার ওসান সিটি ফিনলে স্কয়ার বিপণী বিতান, মতি কমপ্লেক্স, গুলজার টাওয়ার, আমিন সেন্টার, আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, স্বজন সুপার মার্কেট, টেরিবাজার, রেয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন হকার্স মার্কেট, চিটাগাং শপিং কমপ্লেক্স সহ অসংখ্য মার্কেটে কাষ্টমারদের ভীড় ছিল চোখে পড়ার মতো। রমজানের শেষ শুক্রবার এবং সাপ্তাহিক সরকারি ছুটির দিন হওয়ায় মার্কেট গুলোতে ক্রেতা সমাগম বেশি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ক্রেতারা জানান বন্ধের দিন হওয়ার সুযোগে ঈদের কেনাকাটা সেরে ফেলছি। ক্রেতারা তাদের পছন্দসই জামাকাপড় জুতো কসমেটিক্স সহ পরিবারের অন্যান্য সামগ্রী ধৈর্য সহকারে ক্রয় করতে দেখা গেছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর সকল পণ্যে কিছুটা বাড়তি দাম থাকলেও সাধ্যমত ক্রয়ের চেষ্টা করছে ক্রেতারা । ব্যবসায়ীরাও অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছে এবছরের বেচা বিক্রিতে । সব মিলিয়ে আগামী ঈদে পরিবার-পরিজন নিয়ে ঈদ পালন করার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করে চলেছে সাধারণ মানুষ।
What's Your Reaction?