চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার, ৪ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের 

মো: সিরাজুল মনির,চট্রগ্রাম ব্যুরো
Apr 28, 2024 - 20:24
 0  10
চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার, ৪ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের 

চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার, ৪ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের 

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায়  তিনটি বাস পোড়ানোর প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্মঘট  প্রত্যাহার করে নিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার (২৮ এপ্রিল)  বিকেল সাড়ে দিনটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

সভায় সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা চার দফা দাবি জেলা প্রশাসক কর্তৃক বাস্তবায়নের আশ্বাসে ১২ ঘণ্টার মাথায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী। তিনি বলেন সভায় সংগঠনের পক্ষ থেকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাড়ি চলাচলে নিরাপত্তা প্রদান, গাড়ি পোড়ানোর বিষয়ে তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ, অবৈধ গাড়ির বিষয়ে ব্যবস্থা, শ্রমিকের ওপর অকারণে মামলা না করা চারটি দাবি তোলা হয়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান  বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মধ্যে যে তিনটি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সেগুলোর বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক সংস্কার, নিহত-আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ সড়কের শৃঙ্খলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মামলা প্রত্যাহারের সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাউজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাঙ্গুনিয়া,  বিআরটিসির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধিসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow