চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এয়াকুবনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তিনি বলেন অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথে আশেপাশের ফায়ার সার্ভিস স্টেশন গুলোতে খবর পাওয়ায় নয় ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
What's Your Reaction?