চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোন শঙ্কা নেই--ব্রাহ্মণবাড়িয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Aug 1, 2024 - 20:45
 0  5
চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোন শঙ্কা নেই--ব্রাহ্মণবাড়িয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতে সরকার পতনের কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাধির চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় তিনি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, কোটা নিয়ে আমাদের (সরকারের) ট্যাকনিক্যাল ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনটা কোটায় নাই। সেটা কোনদিকে গেছে সবাই দেখেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আমিও আছি। মানুষে মানুষে বৈষম্য আমি চাই না। ইংরেজিতে আন্দোলনের ভাষা কেন। টোটাল শাটডাউন, কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। 

তিনি আরো বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মির্জা ফকরুল, রিজভীরা দিনে তিন বার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে।  আমরা বেশ মজবুত ভাবেই আছি। ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের পরে কোটা আন্দোলনের আর কোন যৌক্তিকতা ছিলোনা। সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিলো। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে। এছাড়া চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথাও জানান তিনি। মন্ত্রী দেশী-বিদেশী চক্রান্তের কথা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের বিষয়ে ইসরাইল বিরোধী আন্দোলনের সাথে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি। কারণ ইসরাইলের হাত অনেক লম্বা।   
মতবিনিময়কালে পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ- সভাপতি হেলাল উদ্দিন, সহ- সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow