চলে গেলেন রাণীনগরের বীর মুক্তিযোদ্ধা ছোলায়মান আলী

নওগাঁর রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এম ছোলায়মান আলী (৭৫) আর নেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পারইল উচ্চ বিদ্যালয় ও পারইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দু’দফা দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন।
ছোলায়মান আলী ছিলেন অন্যায়, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী কণ্ঠ। তিনি মুক্তিযোদ্ধা সংসদ অফিসের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানপূর্বক পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
What's Your Reaction?






