চাঁদা আদায়ের অভিযোগ, পাঁচ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার

বগুড়ায় দুই তরুণকে তুলে নিয়ে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গত রোববার রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের এক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসের চালককেও আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে দুই লাখ টাকা, ডিবির পোশাক, পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্তরা কর্তৃপক্ষকে না জানিয়ে বগুড়ার এক এলাকায় যান এবং দুই তরুণকে জুয়া খেলার অভিযোগে আটক করে মাইক্রোবাসে তুলে নেন। এরপর শেরপুর উপজেলার এক জায়গায় গাড়ি থামিয়ে তাদের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দর-কষাকষির পর ভুক্তভোগীদের কাছ থেকে নগদ দুই লাখ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি জানার পর বগুড়া জেলা পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। শেরপুর ও শাজাহানপুর থানার পুলিশ তাদের বহনকারী মাইক্রোবাস থামানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা অভিযুক্তদের আটক করে। এ সময় আটককৃতরা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে গিয়েছিলেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা করা হয়। পুলিশ জানায়, আসামিদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এদিকে, অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






