চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 12, 2025 - 22:48
 0  1
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত 
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। 
রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর বিডিআর কল্যাণ পরিষদের আহবায়ক  মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে 
তিন দফা দাবি আদায় সহ  চাকুরি পুনর্বহালের দাবিতে উক্ত মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান  কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিডিআর সদস্য শহিদুল ইসলাম , নজরুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, মোঃ নান্নু মিয়া, আবুল কালাম আজাদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন গত ১৬ বছর যাবত শেখ হাসিনা সরকারের আমলে তাদের বেআইনিভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এই ১৬ বছর আমরা মানবতার জীবনযাপন করছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই আমাদের অন্যায় ভাবে চাকরি থেকে বহিষ্কার করেন। এবং বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করে। শুধু তাই নয় আমাদের সহকর্মীদের মিথ্যা মামলায় দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে। প্রায় ১৫৭ জন বিডিআর সদস্যদের ফাঁসি হয়েছে। এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমরা প্রায় সবাই দায়িত্ব রত ছিলাম। কিন্তু ‌ বিডিআর আন্দোলনের সাথে আমরা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি অবিলম্বে আমাদের চাকরিতে পুনর্বহাল  করা হোক। এবং যে সমস্ত সদস্যরা বিনা বিচারে  কারাগারে রয়েছেন ‌ তাদের মুক্তি প্রদান করা হোক। পাশাপাশি ‌ বিজিবি নাম প্রত্যাহার করে আবারো বিডিআর নামটির পুনঃ বহাল করার দাবি জানানো হয় । মানববন্ধনে তারা তিন দফা দাবি পেশ করে ‌ দাবিগুলো হল- পিলখানার নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেন অফিসার সহ ৭০ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ এবং খালাস প্রাপ্ত বিডিআরদের মুক্তির দাবি জানায়। 
প্রহসনের আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায় ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকুরীতে পুনর্বহাল করে তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয় কাজ করার জন্য উল্লেখিত ২ এর(ঙ) ধারা অবশ্যই বাদ দেয়ার  দাবি জানান।
এরপর একটা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow