চান্দুরা প্রিমিয়াম লীগের জাঁকজমক ফাইনাল খেলা অনুষ্ঠিত
চান্দুরা সূর্যতরুণ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত চান্দুরা প্রিমিয়ার লীগ( CPL) এর ফাইনাল খেলাটি শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
কামরুল আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ নিয়াজ মোর্শেদ, সভাপতি চান্দুরা ডাকবাংলা সি এন জি ষ্টেশন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক চান্দুরা সূর্য তরুণ সমাজ কল্যান যুব সংঘ। প্রধান অতিথির বক্তব্যে জনাব নিয়াজ মোর্শেদ বলেন, খেলাধূলা মানুষের মানবিক উন্নয়ন এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখে। এই ধরনের খেলাধূলা ভবিষ্যতে ও যেন অব্যাহত থাকে তিনি অনুরোধ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব,এ কে এম জহিরুল হাসান রয়েল, সভাপতি, চান্দুরা সূর্যতরুণ সমাজ কল্যান যুব সংঘ।
সকাল ১১ টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রুস্তম ক্রিকেট একাদশ,ব্যাটিংয়ের আমন্ত্রন জানান আব্দুল্লাহ ক্রিকেট একাদশকে। হেলিকপ্টার বাবলু এবং আজহারের পার্টনারশিপে শেষ পর্যন্ত দলীয় ১৫০ রান সংগ্রহ করেন তারা। হেলিকপ্টার বাবলু ব্যাক্তিগত ৬০ রান করে আউট হন। ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েন রুস্তম ক্রিকেট একাদশ। আবুল হোসেন এবং অসীমের অসাধারণ জুটিতে ১৫১ রানের বিশাল টার্গেট শেষ পর্যন্ত দারুন নাটকীয়তায় ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যান রুস্তম ক্রিকেট একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত ৪৩ রান করে ম্যান অব দ্যা ফাইনাল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন লোকাল বয় আবুল হোসেন।
ক্লাবের সভাপতি জহিরুল হাসান রয়েল বলেন, খেলাধূলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে,আমরা সামাজিক, মানবিক,যত কাজ আছে সবগুলো ক্লাবের সদস্যদের নিয়ে সম্পাদন করা হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
টান টান উত্তেজনার মেঘা ফাইনালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম, সর্দার,মোঃ আজগর আলী, মোঃ সাঈদ খন্দকার, আলী রহমান,মাওলানা শিহাব সিদ্দিকী, আলী হোসেন,আনসার আলী,সাংবাদিক শামীম উসমান গনী, চন্দন মল্লিক,মাওলানা সাহেদ আলী,শাহরিয়ার নাজিম জনি,খোকন মিয়া,সুমন মিয়া,আবুল হোসেন,সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।
What's Your Reaction?