চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কার্যক্রম অব্যাহত
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ ২১ দিনের মত দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরেও কর্মসূচি কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ।
বুধবার সকাল ১১ টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী চার দফা দাবী আদায়ের লক্ষে একুশ দিনের মতো ক্লাশ পরীক্ষা বর্জনসহ একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালা দিয়ে শহরস্থ ম্যাটসের সামনের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ,ম্যাটসে্র
প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন, শাহরিয়ার, রুবায়েত,দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, গত ১৬-১১-২০২৪ ইং তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আশ্বাস দেওয়া হয় যে, ম্যাটস শিক্ষার্থীদের লকবুক সহ ইন্টার্নশিপ এর প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ ও ইন্টার্নশিপ এর প্রজ্ঞাপন প্রকাশ করা হয় নাই। তাদের আশ্বাসের ফলে আমরা আন্দোলন শিথিল করেছিলাম। কিন্তু তারা কথা দিয়ে কথা রাখে নাই। তাই আমরা নতুন কর্মসূচি দিতে বাধ্য হলাম।
দাবীসমূহ পূরন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে বলে তারা জানান।
What's Your Reaction?