চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের শিক্ষার্থীদের সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের শিক্ষার্থীদের সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করে তারা।
সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আটান্ন দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালা দিয়ে শহরস্থ সিভিল সার্জন প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাফি, মো: সজিব শেখ, সিয়াম, মীম, মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।
মানব বন্ধন কর্মসূচীতে, সতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড, অসংগতিপুর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ১ বছরের ভাতাসহ ৪ দফা দাবী বাস্তবায়নের দাবী দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায়।
পরে স্মারকলিপি প্রদান করা হয়।
What's Your Reaction?






