চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে নানান সেবা দিয়েছে সেনাবাহিনী
পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাকলাই পাড়া সাব জোনে এ সহায়তা প্রদান করেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল সরদার জুলকার নাইন বিএসপি, পিএসসি।
এসময় জোনের উপ অধিনায়ক মেজর আবু মোহাম্মদ শাহরিয়ার মিথুন পিএসসি, বাকলাইপাড়া সাব জোনের সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, ক্ষতিগ্রস্থ কিয়াং ঘরে ঢেউটিন, এবং শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দি ম্যাজিস্টিক টাইগারের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার জুলকার নাইন বিএসপি, পিএসসি।
পরে বাকলাইপাড়া সাবজোনের আওতাধীন এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ২২৪ জন পাহাড়িদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এ সময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন জোন অধিনায়ক। এসময় তিনি বলেন, এই অঞ্চলের পাহাড়িদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।
এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।
জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল্য কামনা করেন।
What's Your Reaction?