চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সিঁধ কেটে এক রাতে ৫ বাড়িতে চুরি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 6, 2025 - 21:48
 0  3
চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সিঁধ কেটে এক রাতে ৫ বাড়িতে চুরি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের কুহুদশকাঠি গ্রামে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সিঁধ কেটে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি সংঘবদ্ধ চোর চক্র চেতনানাশক স্প্রে ছিটিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। তারা মোট ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কিছু মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া বাড়িগুলোর মধ্যে রয়েছে রিপন বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও পার্থ বৈদ্যর বাড়ি। একই গ্রামে এক রাতেই এমন চুরি হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রিপন বৈদ্য বলেন, “কয়েকদিন আগে আমি একটি গরু বিক্রি করে ১ লাখ ১০ হাজার টাকা পেয়েছিলাম। ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা দিতে পারিনি। চোরেরা সেই টাকাই নিয়ে গেছে।”

অন্য ভুক্তভোগী শোভা রানী বড়াল জানান, “রাত আড়াইটার দিকে গোয়ালঘরে গরু দেখে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি আমার ব্যবহৃত দুটি সোনার চেইন খোয়া গেছে। ছেলেমেয়েদের জন্য কষ্ট করে জমানো সেই স্বর্ণও গেলো চলে।”

স্থানীয় ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন জানান, চুরির খবর পাওয়ার পর তিনি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে।

ইউপি সদস্য কমলেশ রায় বলেন, “ঈদকে সামনে রেখে এলাকায় অপরিচিত লোকজনের চলাচল বেড়েছে। হয়তো তারাই এই চুরির সঙ্গে জড়িত। কয়েকদিন ধরেই এলাকায় একই ধরনের চুরির ঘটনা ঘটছে। কিছু বখাটের আড্ডাও বেড়েছে, যাদের নিয়ন্ত্রণ করা না গেলে এমন ঘটনা আরও ঘটতে পারে।”

এ বিষয়ে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আলামত পেয়েছি। মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগের অপেক্ষায় আছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow