চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করলেন এহসানুল হাকিম সাধন 

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
May 22, 2024 - 18:45
 0  21
চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করলেন এহসানুল হাকিম সাধন 

সদ্য সমাপ্ত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হাকিম সাধন। বুধবার ( ২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তে তার দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

খান মিউজিক সেন্টারের পরিচালক সোহেল খান নামে এহসানুল হাকিমের এক সমর্থক ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং তিনি উপজেলা পরিষদ সুন্দর করে পরিচালনার জন্য দোয়া ও আর্শিবাদ করেন এবং এহসানুল হাকিম সাধন একজন যোগ্য চেয়ারম্যান বলে তাকে সম্মানিত করেন।

বিজয়ী এহসানুল হাকিম সাধন  বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন, জয়লাভ করলে আমাকে দুধ দিয়ে গোসল করাবেন, সেই ইচ্ছাটি গ্রামবাসি পুরন করলেন। তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সকাল ১১ টায় তার নিজ বাসভবনে তার গ্রাম বাসি ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করান। জানা গেছে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলর প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।  তিনি ওই উপজেলার আনন্দ বাজার কুরশী গ্রামের মরহুম গোলাম মহিউদ্দিনের ছেলে। 
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে এহসানুল হাকিম সাধনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন-বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকতা  ও সহকারী রিটানিং কর্মকতা রফিকুল ইসলাম। বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: এহসানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: আবুল কালাম আজাদ, আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow