চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই : এক মাসের মহড়া!

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি
Apr 27, 2025 - 13:21
 0  3
চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই : এক মাসের মহড়া!

রাজশাহী নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এ ঘটনার জন্য রিকশাচালক মাসুম (৩০) কে এক মাস ধরে প্রশিক্ষণ ও মহড়া দেওয়া হয়। একই সঙ্গে ওই ব্যবসায়ীর গতিবিধির ওপর নিয়মিত নজরদারিও চালায় ছিনতাইকারী চক্র।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রিকশাচালক মাসুম রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে মাসুম নিজেও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

জানা গেছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই সময়ের বিক্রির টাকা ব্যবসায়ী দিলীপ কুমার প্রামাণিকের বাসায় থাকত—এ তথ্য জানতে পেরে ছিনতাইকারী চক্র পরিকল্পনা করে। এরপর নির্ধারণ করা হয়, কোন রাস্তায় রিকশা চালাতে হবে, কোথায় দাঁড়াতে হবে এবং কীভাবে ঘটনা ঘটানো হবে। এ বিষয়ে চালক মাসুমকে একাধিকবার মহড়া দেওয়া হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, "রিকশাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে ছিনতাইকারীরা। এক মাস ধরে তারা ওই ব্যবসায়ীর ওপর নজরদারি চালিয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow