চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌমুহনী পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলম।
এছাড়া চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও হক শপিং মহলের কর্ণধার মোরশেদুল আমিন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু, পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান বাহারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। শেষে দেশ, জাতি ও দলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?






