চৌমুহনীতে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা দিবস পালন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 4, 2025 - 11:22
 0  4
চৌমুহনীতে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা দিবস পালন

নোয়াখালীর চৌমুহনীতে ২০২১ সালের দুর্গাপূজার সময় ঘটে যাওয়া মন্দিরে হামলার ঘটনার প্রেক্ষাপটে এবার সেই দিনটিকে কেন্দ্র করে ‘বিগ্রহ প্রতিষ্ঠা’ দিবস পালন করেছে রাধা মাধব জিউর আখরা। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জামায়াত নেতারা মন্দির কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তারা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করাই সমাজের শান্তির মূল ভিত্তি। এ ধরনের উদ্যোগ হিন্দু-মুসলমান ভ্রাতৃত্ব ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।”

আখরার সহ-সভাপতি বিনয় কিশোর রায়সহ অন্যান্য কমিটির সদস্যরা জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং তাদের পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।

মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গণি চৌধুরী মহল, চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মো. নুর উদ্দিন, পেশাজীবী ওয়ার্ড সভাপতি নুরুল হোসাইনসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow