চৌমুহনীতে রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব শুরু

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি
May 10, 2024 - 19:28
May 10, 2024 - 19:51
 0  14
চৌমুহনীতে রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব শুরু

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বুধবার (৮ মে) থেকে শ্রী শ্রী রামঠাকুর চন্দ্র দেবের সমাধিক্ষেত্রে তিন দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৫তম তিরোভাব উৎসব শুরু হয়েছে।

দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমের মধ্যে দিয়ে পুরো চৌমুহনী এলাকায় এখন উৎসবের আমেজ। আর হিন্দু সম্প্রদায়ের এ উৎসব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পালনের  লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

শ্রী শ্রী রাম ঠাকুরের পুরো নাম শ্রী কৈবল্য নাথ। জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে সারাদেশ ছাড়াও ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

বুধবার (৮মে) বিকেল থেকে আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে বেদবানি পাঠ, গঙ্গা আবাহন, দিন-রাত ঠাকুরের প্রসঙ্গে আলোচনা, নামযজ্ঞ সত্যনারায়ণ পূজা, আলোখ্য গীতি সহ বিভিন্ন অনুষ্ঠান। 
শুক্রবার ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত হাজার হাজার ভক্তরা ডাবের জল দিয়ে সমাধি স্নান করার মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।

উৎসব কমিটির সাধারণ সম্পাদক গৌতম সাহা বলেন, বিগত বছরের তুলনায় এবার ভক্তদের সমাগম বেশী হয়েছে। ঠাকুরের উৎসবের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে আবার তারা ঘুরে দাঁড়াবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, উৎসবে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি ২০০ শত জন মহিলা ও পুরুষ পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এছাড়া উৎসবে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভির ক্যামেরাসহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow