চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় অবস্থিত হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পঁচা গরুর মাংস ব্যবহারের অভিযোগ ও প্রতিষ্ঠান সিলগালা করার গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে চৌমুহনীর ব্যাংক রোডে অবস্থিত রেস্তোরাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে পড়ে, যাতে বলা হয় প্রতিষ্ঠানটিতে গন্ডারের মাংস পাওয়া গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়েছে। তিনি এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।
ব্যবস্থাপক জাহিদুল ইসলাম আরও বলেন, এসব পোস্টে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফজলুর রহমান ও হাফিজুল হকের নাম ব্যবহার করা হয়েছে। অথচ এই নামে বেগমগঞ্জে কখনও কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করেননি।
সংবাদ সম্মেলনে তিনি এসব গুজব ছড়ানোর পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
What's Your Reaction?






