ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শাটডাউন কর্মসূচিতে ফরিদপুর পলিটেকনিকের শিক্ষার্থীদের অংশগ্রহণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর বারোটায় এ কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী বুলবুল আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।
শাটডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের ফরিদপুর পলিটেকনিক শাখার সভাপতি নাজমুস সাকিব, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী নাফিজুল ইসলাম রোহান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের মো. সজল, কম্পিউটার বিভাগের দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের মো. আশিক ও শফিকুল ইসলাম এবং মেকানিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী শাকিবসহ বহু সাধারণ শিক্ষার্থী।
আন্দোলনকারীরা জানান, তাদের ছয় দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
What's Your Reaction?






