ছাত্রশিবিরের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুবি প্রতিনিধিঃ
Mar 25, 2025 - 21:50
 0  2
ছাত্রশিবিরের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিরাপত্তা কর্মী, আনসার, হল ডাইনিং কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন দোকান কর্মচারীদের মাঝে ‘ঈদ ফুড প্যাকেজ’ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুবি শাখা।

সোমবার (২৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী ও সেক্রেটারি হাফেজ মো. মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ক্যাম্পাসে দায়িত্বরত নিরাপত্তা কর্মী ও দোকান কর্মচারীদের মাঝে সর্বমোট ৬৫ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ও আশেপাশের দোকানে কর্মরত হোটেল কর্মচারীদের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। আপনারা জানেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আনসার সদস্যরা ঈদের দিনেও পরিবারের সঙ্গে থাকতে পারেন না। তাদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রচেষ্টা আমাদের। একইভাবে, ক্যাম্পাসসংলগ্ন দোকান ও হোটেলে কাজ করা কর্মচারীদের অনেকেরই পরিবারের জন্য কিছু করার সামর্থ্য সীমিত। আমরা আমাদের সাধ্যের মধ্যে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদ ধনী-গরিব সবার জন্য আনন্দের হোক—এটাই আমাদের কামনা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow