ছিনতাইকালে দৌলতপুর থানার ২ পুলিশ সদস্য গ্রেফতার

শামীম মিয়া, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
Mar 26, 2024 - 17:47
Mar 26, 2024 - 17:48
 0  24
ছিনতাইকালে দৌলতপুর থানার ২ পুলিশ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কে ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য (কনস্টেবল) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা ওই দুই পুলিশ কনস্টেবলকে ছিনতাই করার সময় হাতে নাতে ধরে ফেলেন। পরে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করা হয়।

ছিনতাইকারী ২ পুলিশ সদস্য (কনস্টেবলকে) বাড়ি হচ্ছে জেলার বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মোঃ মোহসীন মিয়া। ওই দুই পুলিশ কনস্টেবল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। 

এ ঘটনায় সোমবার রাতেই তাদের দু'জনকেই সাময়িক বরখাস্ত করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

ওই রাতেই মধুপুর উপজেলার পিকআপ চালক রানা বাদী হয়ে ছিনতাইকারী সাথে জড়িত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য নিকটে জানতে চাইলে তিনি বলেন ছিনতাইয়ে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow