জনগনের সেবায় জীবনকে উৎসর্গ করতে চাই--বোয়ালমারী পৌর বিএনপি কর্মী সম্মলনে শামসুদ্দিন মিয়া ঝুনু

এম এম জামান,বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধি
Jan 5, 2025 - 19:24
 0  11
জনগনের সেবায় জীবনকে উৎসর্গ করতে চাই--বোয়ালমারী পৌর বিএনপি কর্মী সম্মলনে শামসুদ্দিন মিয়া ঝুনু
গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর থানা থেকে পুলিশ পালিয়ে যায়। সেই সময়কার উদ্ভুত পরিস্থিতিতে বোয়ালমারী বাজারের বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠান ও প্রশাসনিক অবকাঠামোর নিরাপত্তা দিয়েছি আমরা। রাত জেগে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। ফরিদপুর ১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের জনগণের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। আমি আপনাদের স্নেহপদ সন্তান, প্রিয় বন্ধু, আস্থাভাজন স্বজন হতে চাই। আমরা সকলে মিলেমিশে কাধে কাধ মিলিয়ে ফরিদপুর ১ তথা দেশকে উন্নয়নের উচ্চ শিখড়ে পৌছে দিবো।
বোয়ালমারী পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ আসনে জাতীয় পার্টি থেকে উড়ে এসে জুড়ে বসা নেতার কোনো স্থান নেই। যার নৈতিক চরিত্র নেই তার ব্যবসা বা রাজনীতি কোথাও সামাজিক অবস্থান থাকে না। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছি। ভবিষ্যতেও সামনের সারিতে থেকে নিপীড়িত মানুষের ভাগ্যন্নয়নের কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
বোয়ালমারী পৌর বিএনপির আয়োজনে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদর বাজারের নিউ মার্কেট চত্বরে এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বোয়ালমারী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান (মিল্টন), উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, বিএনপি নেতা এনায়েত হোসেন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হোসেন সালেহ্ রুবেল, কামরুজ্জামান হাসান যুবদল নেতা দুখু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, যুগ্ম আহবায়ক মো. জুয়েল মোল্যা, মো. শাহাবাজ মিয়া প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow