জমি দখলের জেরে পরিবারের ওপর হামলা, আহতরা হাসপাতালে

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্বশ্যামপুর গ্রামে জমি দখলের ঘটনায় মোঃ আয়নাল বেপারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। গত শুক্রবার (৭ মার্চ) জমি দখল করতে গেলে আয়নাল বেপারী বাধা দিলে তার বড় ভাই কাঞ্চন বেপারী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যার ফলে আয়নাল বেপারী ও তার পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম হন।
হামলার শিকার আয়নাল বেপারী জানান, তার পাশের বাসিন্দা কাঞ্চন বেপারী ও দুলাল বেপারী দীর্ঘদিন ধরে তাদের বসত ভিটে দখল করার চেষ্টা চালিয়ে আসছিল। শুক্রবার সকাল ৮টায় কাঞ্চন বেপারী ও তার লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র যেমন লোহার রড, বাশের লাঠি নিয়ে তাদের ওপর হামলা করে। হামলার পর আয়নাল বেপারী ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়ে সদরপুর হাসপাতালে ভর্তি হন।
কলেজছাত্রী ছামিয়া আক্তার জানান, হামলার সময় কাঞ্চন বেপারী তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে ঠেকাতে গিয়ে আহত হন। এরপর কাঞ্চন বেপারী ও তার সঙ্গীরা ছামিয়ার গায়ের কামিজ টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করে। বর্তমানে ছামিয়া ও তার পরিবার হামলাকারীদের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় সদরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রক্রিয়া শুরু করেছে। সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






