জমি সংক্রান্ত বিষয়ে সহদর ভাইয়ের সাথে প্রতারণার অভিযোগ

জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃ
Dec 3, 2024 - 20:00
Dec 3, 2024 - 20:00
 0  4
জমি সংক্রান্ত বিষয়ে সহদর ভাইয়ের সাথে প্রতারণার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী দক্ষিণপাড়া (হাবিবউল্লাহ রোড) এলাকায় পৈত্রিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন সহদর ভাইদের বিরুদ্ধে হুমকি, ধমকি, হামলা মামলা দিয়ে হয়রানি ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। 

ব্যাপক তথ্য অনুসন্ধান ও মামলার নথি অনুসারে জানা যায়, কাউতলী দক্ষিণপাড়া (হাবিবউল্লাহ রোড) এলাকার মৃত আলী আযম এর ছেলে সিরাজ মিয়া (৭০), ফায়েজ মিয়া (৬৫), নিয়াজ মিয়া (৬০),ও আওয়াল মিয়া ( ৫০) গংদের বিরুদ্ধে তাদের আপন ছোট ভাই জামাল মিয়া (৪৭) অভিযোগ করে বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর আগে আমি তাদের কাছ থেকে জমি ক্রয়ের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা দেই। তারা টাকা নেয়ার সময়, বায়নাপত্র দলিল করে দিলেও, আমাকে ১৫ বছর অতিবাহিত হলেও সাব-কবলা
দলিল না করে দিয়ে ওই সম্পত্তি জনৈক আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এই বিষয়ে আমি কিছু বলতে গেলে আমাকে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায়, গত ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মিথ্যা মামলা দিয়ে আমাকে ৪ দিন জেল খাটিয়ে এনেছে। আমি ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক মামলা করেছি, যা এখনও চলমান রয়েছে। যার পি মামলা নং- ০৫/২০২৪ ইং। আমি বি এস এ ৩২ শতক আমার পৈতৃক সম্পত্তির মালিক। আমি তাদের মানসিক নির্যাতনের কারণে আমার পৈত্রিক বাড়ি ছেড়ে ভাদুঘর গিয়ে থাকি। তারপরও তাদের হাত থেকে আমি বাঁচতে পারছি না। যে কোনো সময়  আমার ভাই নামক সন্ত্রাসীরা আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। আমি আমার ক্রয়কৃত  জমি চাই। এসব প্রতারক ও ভয়ংকর  সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চাই। এ ব্যাপারে জানতে চেয়ে সিরাজ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তার মেয়ে রোজী আক্তার বলেন, জামাল আমার ছোট চাচা ঠিক আছে। কিন্তু তার পৈত্রিক যে জায়গা সম্পত্তি ছিলো, সব সে বিক্রি করে দিয়ে ভাদুঘর গিয়ে থাকে। এইসব বিষয়ে কয়েকবার সালিশ দরবার হয়েছে। আবু সাঈদ সরদারও দরবার করেছে, সে মানেনা। আপনি এলাকায় এসে জানেন। তার কোনো জমি নেই। সব জমি সে অনেক আগেই বিক্রি করে দিয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow