জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলাঃভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Sep 23, 2024 - 15:55
 0  11
জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলাঃভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার হামলার ঘটনায় বাড়ি- ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্নালংকার  লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভাঙ্গা  থানায় একটি অ়ভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিন ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মফিজুল মাতুব্বরের সাথে প্রতিপক্ষ আরব আলী মাতুব্বরের সাথে জমাজমি নিয়ে দ্বন্দ্ব - সংঘাত চলে আসছিল। মফিজুল মাতুব্বরের পৈত্রিক সূত্রে পাওয়া  প্রায় ৭ বিঘা জমি ভোগদখল করে আসছিল। সম্প্রতি ওই অংশ থেকে  অংশীদার আরব আলীর নিকট ৭ শতাংশ জমি বিক্রয় করেন। কিন্ত সম্প্রতি সিরাজ মাতুব্বর গংরা জোরপূর্বক মফিজুল মাতুব্বরের জমির মধ্যে নিজেদের জমি দাবী করে দখলে নিতে চায়। এ নিয়ে শত্রুতার জের ধরে গত শনিবার সিরাজ মাতুব্বর, মামুন,লিয়াত,নিরব মাতুব্বর সহ সংঘবদ্ধ হয়ে বাড়ি- ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।ভুক্তভোগী লাকি বেগম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষরা আমাদের জায়গা দখল নিতে বাধা দেওয়ায় লাঠি সোঠা,ছ্যান, দা সহ প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় আ বাড়ি- ঘর ভাংচুর করে।  এ সময় তাদের তান্ডবে আমি পালিয়ে যাই। তারা আমার ঘরে থাকা নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার লুট নিয়ে যায়। এ সময় বাড়ির প্রাচীর ভেঙে অগ্নিসংযোগ করে। ক্ষতিগ্রস্থ সালাহউদ্দিন  মাতুব্বর বলেন, প্রতিপক্ষরা জোরপূর্বক আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি দখল করতে চায়।বাধা দিলে তারা আমাদের বাড়ী - ঘরে ব্যাপক তান্ডব চালিয়েছে। আমরা এর প্রতিবাদ করলেই  তারা আরও বেপরোয়া হয়ে উঠে। এদিকে ঘটনাটিকে নিয়ে এলাকায় একাধিক বার সালিস বৈঠক হয়েছে। সালিশ বৈঠকে অংশ নেওয়া মোশাররফ হোসেন বলেন আমিসহ অনেকেই উপস্থিত ছিলাম। বিষয়টি নিয়ে  গ্রাম্য সালিসে মীমাংসা  করে দিয়েছিলাম।কিন্তু  প্রতিপক্ষ মামুন মাতুব্বর, সিরাজ মাতুব্বর গংরা  কোন কিছুর তোয়াক্কা না করে জায়গা দখল করতে বেপরোয়া হয়ে উঠেছে। পরবর্তীতে তারা হামলা চালায়।এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান  বলেন, অভিযোগ   পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow