জলবায়ু সুবিচারের দাবিতে রংপুরে তরুণদের ধর্মঘট ও পদযাত্রা

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 11, 2025 - 12:13
 0  6
জলবায়ু সুবিচারের দাবিতে রংপুরে তরুণদের ধর্মঘট ও পদযাত্রা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও টেকসই ভবিষ্যতের দাবিতে রংপুরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে পরিবেশ-সচেতন তরুণরা।

শুক্রবার (১১ এপ্রিল) ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫’-এর অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এ কর্মসূচির আয়োজন করে YouthNet GLOBAL, Rangpur District-এর সদস্যরা।
‘#Don't Sell Our Future’ এবং ‘বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ করুন’—এই দুইটি প্রধান দাবিকে সামনে রেখে তারা মানববন্ধন ও পদযাত্রায় অংশ নেন।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ এখানেই জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পে বিনিয়োগ বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। এখনই নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে একটি টেকসই ও পরিবেশবান্ধব জাতীয় বিদ্যুৎ মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে।

কর্মসূচিতে বক্তৃতা প্রদানকালে ইয়ুথনেট গ্লোবাল রংপুর জেলার সমন্বয়ক নাজমুস সাকিব বলেন, “আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে উন্নত দেশগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া ঋণ অবিলম্বে মওকুফ করতে হবে।”

বক্তারা আরও বলেন, প্রতিশ্রুতি নয়, জলবায়ু সুবিচার নিশ্চিত করতে এখনই বাস্তব পদক্ষেপ জরুরি। ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে একটি নতুন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণদের নেতৃত্বে এ আন্দোলন আরও জোরালো করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow