জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সভা

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল্লাহসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিত্তবিনোদন একটি গুরুত্বপূর্ণ অংশ এবং খেলাধুলা হলো তার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সমান গুরুত্ব রয়েছে। খেলাধুলা শুধু আনন্দই দেয় না, এটি অবসাদ দূর করে, মনোবল বাড়ায় এবং শিশু-কিশোরদের খারাপ অভ্যাস থেকে বিরত রাখে।”
তিনি আরও বলেন, “মোবাইল ফোনের অপব্যবহার, মাদকাসক্তি, সন্ত্রাস, ইভটিজিং ও অনলাইন গেমসহ নানা নেতিবাচক প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি অভিভাবকের উচিত সন্তানদের জন্য দৈনিক নির্দিষ্ট সময় খেলাধুলার ব্যবস্থা করা, যাতে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”
আলোচনায় অন্যান্য বক্তারাও তরুণ সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
What's Your Reaction?






