জাতীয় প্রেসক্লাবের সামনে নিম্নগ্রেডের সরকারি কর্মচারিদের মানববন্ধন, ৬ দফা দাবি
জাতীয় প্রেসক্লাবের সামনে নিম্নগ্রেডের সরকারি কর্মচারিরা মানববন্ধন পালন করেছে।
শুক্রবার সকাল ১০ টায় (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কর্মচারীগণ এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মচারিরা অংশগ্রহন করে। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারিরা তাদের বক্তব্যে ৬ দফা দাবি পেশ করে। তাদের দাবি গুলোর মধ্য অন্যতম- পে-কমিশন গঠন পূর্বক বৈষম্য মুক্ত ৯ম পে স্কেল ঘোষনার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে, পে-কমিশনে ১১-২০ গ্রেডের কর্মচারি প্রতিনিধি রাখতে হবে।
যে সকল কর্মচারি মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে- তাহাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে।
তারা অভিযোগ করেন, বাজার মূল্য বৃদ্ধি হওয়ার কারনে তাদের জীবন যাত্রার ব্যায় মেটানো কষ্টসাধ্য হয়ে পড়ছে।
What's Your Reaction?