জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
Jan 21, 2025 - 01:48
 0  4
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক হিসেবে আছেন জনতা ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার মো: ইকবাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে আছেন সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক। সিনিয়র যুগ্ম আহবায়ক রুপালী ব্যাংক পিএলসির এজিএম রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রুকসুর এ জি এস মো: ওবায়দুর রহমান ওবায়েদসহ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশের কেন্দ্রীয় ১৫১সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দেশের তফসিলি সরকারি বেসরকারি সকল ব্যাংক এর জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদল নেতাকর্মী যারা বিভিন্ন ব্যাংকে কর্মরত রয়েছেন তাদের উদ্যোগে এই কমিটি। ২০১২ সাল থেকে এই ব্যানারে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ১৫/১১/২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ঐতিহাসিক বটতলায় বিভিন্ন ব্যাংকের জাতীয়তাবাদ ধারণকারী কর্মকর্তারা মিলিত হয়ে সর্ব সম্মতিক্রমে প্রাথমিকভাবে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে তা বর্ধিত করে ১৫১ সদস্য বিশিষ্ট করেন।মোস্তাফিজুর রহমান ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১/১১ এ ছাত্রদলের সংস্কারপন্থী অংশের বিরুদ্ধে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পক্ষে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলায় জেল খেটেছেন। ২০০৭ সালের মার্চ মাসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেফতার হলে সর্বপ্রথম জরুরি অবস্থা ভেংগে ঢাবিতে মিছিলে নেতৃত্ব দেওয়াদের একজন মোস্তাক। এছাড়া আহবায়ক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। যুগ্ম আহবায়ক রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদ রুকসু হতে নির্বাচিত এ জি এস ওবায়দুর রহমান ওবায়েদসহ কমিটির সবাই এক সময় ছাত্রদলের পদধারী নেতা ছিলেন। ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার সবারই জাতীয়তাবাদ সমর্থিত এসোসিয়েশন রয়েছে। কিন্তু ব্যাংকারদের কোন সংগঠন ছিল না। ব্যাংকারদের ন্যায়সংগত অধিকার আদায় এবং আর্থিক খাতে স্বৈরাচারী আচরণ ও লুটপাট বন্ধের লক্ষ্যে “জাতীয়তাবাদী শক্তি অর্থনৈতিক মুক্তি ” এই শ্লোগান ধারণ করে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর শুভ যাত্রা শুরু। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকসহ, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, অগ্রনী ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এন আর বিসি ব্যাংক, সোনালী, জনতা, কৃষি ও রূপালী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন কমিটিতে।বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটা সাত সদস্যের আংশিক উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow