জামগড়ায় পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

আশুলিয়ায় জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন মোল্লার উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম খান লিটন এবং সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা চোখ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ শামীম আহমেদ।
সংগঠনের সম্মানিত সভাপতি ও রাজ ফার্মা লিমিটেডের পরিচালক মোঃ নুরুউদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হোসেন সুজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর পুরাতন ও নতুন সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সকল কমিটির সদস্য, সাধারণ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জামগড়া ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্টে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






