জামায়াতে ইসলামীতে চাঁদাবাজি-সন্ত্রাসের কোনো সুযোগ নেই - রফিকুল ইসলাম

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 5, 2025 - 18:22
 0  2
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজি-সন্ত্রাসের কোনো সুযোগ নেই - রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান নেই। এ দল নীতির প্রশ্নে আপসহীন এবং কারো চক্ষু রাঙানিকে পরোয়া করে না।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, নারীরা সর্বোচ্চ উপকার ভোগ করবেন। অমুসলিমদেরও সমান নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।”

রফিকুল ইসলাম খান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করলেও ইসলামপন্থীদের ঐক্যের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। তিনি বলেন, “এই দেশ নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খ.ম আব্দুর রাকিব। এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির প্রফেসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চল টিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন ও মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম এবং জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলাম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow